× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার পণ্য জব্দ

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি।

১৯ নভেম্বর ২০২৪, ১৬:৪০ পিএম । আপডেটঃ ১৯ নভেম্বর ২০২৪, ১৯:৪৮ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিক্স, গরু, চিনি ও মাদকসহ অর্ধকোটি টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৮ নভেম্বর) ও মঙ্গলবার (১৯ নভেম্বর) অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। আজ (১৯ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবী, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার ২৫০ পিস ভারতীয় স্কিন শাইন ক্রিম, চারটি গরু ও ২০০ কেজি চিনি জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের বাজার মূল্য প্রায় ৩৭ লাখ ৪২ হাজার টাকা।

এর আগে সোমবার জৈন্তাপুর, সুরইঘাট, লোভাছড়া ও ডোনা বিওপির বিজিবি সদস্যরা জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৯ বোতল ভারতীয় মদ, নয়টি গরু ও মহিষ, ৫৮৫ কেজি চা পাতা ও ৪০০ কেজি চিনি জব্দ করে। জব্দ করা ভারতীয় পণ্য ও পশুর বাজার মূল্য প্রায় ১১ লাখ ২০ হাজার ৭৫০ টাকা। জব্দকৃত মালামাল সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং অন্যান্য মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

১৯ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবী জানান, সীমান্তের সুরক্ষা নিশ্চিত কল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরিউক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.