× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বগালেক পাড়া ক্যাম্প (১ বীর) এর উদ্যোগে মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান

উবাসিং মারমা, রুমা (বান্দরবান) প্রতিনিধি।

১৭ নভেম্বর ২০২৪, ১৯:২২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

বান্দরবানের রুমা উপজেলার দূর্গম  বগালেক এলাকায়  ৯৭ পদাতিক ব্রিগেড এর সার্বিক তত্ত্বাবধানে  রুমা জোনের আওতাধীন বগালেক সেনা ক্যাম্পে (১ বীর) কতৃক দি গ্যালান্ট ওয়ানের আয়োজনে বিনামূল্যে চিকিৎসাসেবা  প্রদান করা হয়েছে। 

আজ (১৭ নভেম্বর ) সকাল ৮ টার থেকে ৫ টার পর্যন্ত  এই  চিকিৎসা সেবা  প্রদান করা হয়। 

চিকিৎসা সেবা প্রদান করেন বিএসএস- নয়া ক্যাপ্টেন মোঃ র সিন জামান অয়ন (আরএমও- ১ বীর) এবং ডাঃ সুদীপ্তা বড়ুয়া এমবিবিএস, ( সি,ইউ) পিজিটি (চর্ম ও এলার্জি) সিসিডি (বারডেম) ডায়বেটিস, মা ও শিশু বিশেষজ্ঞ। 

এ সময়  উপস্থিত ছিলেন ১ বীরের ভারপ্রাপ্ত অধিনায়ক বিএ-৭৯১৬ মেজর সাদ মুহম্মদ আব্দুল্লাহ আজিজ, পিএসসি উপস্থিত ছিলেন । 

তিনি পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি জনগণের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে পাড়াবাসীদেরকে আশ্বাস প্রদান করেন। 

সারাদিন ব্যাপি  ৩০ জন পুরুষ, ৫০ জন মহিলা এবং ৩১ জন শিশুসহ মোট ১১১ জন পাহাড়িদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যের ঔষধ বিতরণ করা হয়। পাহাড়ি জনগোষ্ঠীর  মাঝে চিকিৎসা সেবায়, মারমা, বম, ত্রিপুরা, খুমী, বগালেক পাশে থাকা গ্রাম গুলো থেকে আসেন চিকিৎসা নিতে তাদের মাঝে  বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.