× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট

১৭ নভেম্বর ২০২৪, ১৫:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

গতকাল (১৬ নভেম্বর) রাতে চাঁদপুরে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়ির দুটি ভবনে এ হামলার ঘটনা ঘটে। অগ্নিসংযোগের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ব্যাপারে, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির চৌধুরী বলেন, সন্ধ্যার দিকে আমরা সাবেক এমপি মায়া চৌধুরীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের খবর পেলে দ্রুত সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস নিয়ে সেখানে যাই।

তিনি আরও বলেন, দুটি বাড়িরই নিচতলায় ভাঙচুর করে আগুন দেয়া হয়েছিল। তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এ কারণে আগুন দোতলায় পৌঁছতে পারেনি। এ ঘটনার সঙ্গে জড়িতের ব্যাপারে আমরা তথ্য সংগ্রহ করছি।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, মায়া চৌধুরীর বাড়ির দুটি তিনতলা ভবনের নিচতলায় দুবৃত্তরা আগুন দেয়। পরে খবর পেয়ে আমাদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে মোহনপুর ইউনিয়ন চেয়ারম্যান কাজী মিজানুর রহমান বলেছেন, 'আমি গতকাল এই ঘটনা ঘটার সময় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করছিলাম। যেহেতু আমি সংবাদ সারাবেলার সম্পাদকমন্ডলীর সভাপতি, সেহেতু আমার একটি প্রোগ্রাম ছিল এবং আমি সেখানে উপস্থিত ছিলাম। সেই প্রোগ্রামের লাইভ  করেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে আমি একটি ভিডিও ও আপলোড করেছি।' যেখানে 

'আমি এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানিয়েছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার প্রত্যাশা থাকবে এ ঘটনায় জড়িত আসল দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।' 

উল্লেখ্য সাবেক এমপি মায়া চৌধুরী ৫ই আগষ্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে, নিজেও আত্মগোপনে রয়েছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.