টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। মাহফিল থেকে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি। এছাড়াও তিনি বুকে, চোখে এবং পিঠে আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
আজ (১৭ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে শনিবার রাতে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন তিনি।
জানা গেছে, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ গতরাতে মাহফিল থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে আঘাত করলে গাড়িটির সামনে পেছনে দুমড়ে মুচড়ে যায়। তিনি বুকে, চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন।