× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হালুয়াঘাটে ৩০ লাখ টাকার ভারতীয় জিরা আটক

ময়মনসিংহ ব্যুরো।

১৫ নভেম্বর ২০২৪, ২০:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ২ হাজার ৫২০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (১৫ নভেম্বর)  দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনে আইলাতলী বিওপির জেসিও নায়েব সুবেদার মো. জামাল উদ্দিন।

বিজিবি জানায়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী উত্তর নলকুরা নামক স্থান দিয়ে শুক্রবার ভোরে অবৈধভাবে ভারত থেকে অভিনব পন্থায় বিপুল পরিমাণ জিরা নিয়ে আসে চোরাকারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় জিরার বস্তাগুলো রেখে দৌড়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে টহলদল জিরার বস্তাগুলো জব্দ করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে।

আইলাতলী বিওপির জেসিও নায়েব সুবেদার মো. জামাল উদ্দিন বলেন, ‘ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে জিরাগুলো জব্দ করে। যার বাজার মূল্য ৩০ লাখ ২৪ হাজার টাকা। তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত ,গত ১২ নভেম্বর হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে পাচার করে আনা ৩ হাজার ৪৫০ কেজি জিরা জব্দ করেছিলো আইলাতলী বিওপির বিজিবির টহলদল। বাংলাদেশি টাকায় যার বাজার মূল্য ৪১ লাখ ৪০ হাজার টাকা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.