× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে বাসদ-এর প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি ও সমাবেশ

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো।

১২ নভেম্বর ২০২৪, ১৭:৩২ পিএম

ছবিঃ কামরুল হাসান টিটু

রংপু‌রে সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭তম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর জেলার বাস‌দের উদ্যোগে মঙ্গলবার (১২ ন‌ভেম্বর) দুপু‌রে এক‌টি র‍্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিন শেষে স্থানীয় কাচারি বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

রংপুর জেলা বাস‌দের আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রা‌খেন বাসদ রংপুর জেলার সদস্য সচিব মমিনুল ইসলাম, জেলা কমিটির  সদস্য ও মিঠাপুকুর উপজেলা সমন্বয়ক আতিয়ার রহমান, কৃষক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক অমল সরকার, শ্রমিক ফ্রন্ট মহানগর শাখার সংগঠক মাজেদুল ইসলাম দুলাল, ছাত্রফ্রন্ট বেরোবি সভাপতি রিনা মুরমু  প্রমুখ।

সমা‌বে‌শে সভাপ‌তির বক্ত‌ব্যে তি‌নি বলেন,বাংলাদেশের জনগণ শোষণ -বৈষম্যের অবসানের আকুতি নিয়ে বরাবরই বুকের রক্ত ঝরিয়েছে।কিন্তু প্রতিবারই শাসক গোষ্ঠী জনগণকে প্রতারিত করেছে।দেশের কৃষক, শ্রমিক তথা মেহনতি মানুষ সিংহভাগ সম্পদ তৈরি করে অথচ বিলি-বন্টন ব্যবস্থায় তাদের মালিকানার নিশ্চয়তা নাই।স্বাধীনতার ৫৪ বছরে দেশে অনেক কৃষক জমি হারিয়ে ভূমিহীনে পরিণত হয়েছে,শ্রমিক হারিয়েছে কাজ, শিক্ষা ব্যয় বেড়ে যাওয়ায় অনেক শিক্ষার্থী ঝড়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কষাঘাতে ৩৮ শতাংশ মানুষ খাবারের তালিকা থেকে পুষ্টিকর খাবার কিনতে পারছে না। শিক্ষা ও চিকিৎসা শ্রমজীবী গরীব মানুষের নাগালের বাইরে চলে গেছে।বিগত ১৬ বছরে এককেন্দ্রিক ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা একদিকে গণতন্ত্র হরণ করেছে। অপরদিকে বাজার সিন্ডিকেট, ব্যাংক লোপাট, লুটপাট-দুর্নীতি, ভুলনীতির মাধ্যমে জনগণের কাঁধে নতুন করে ঋণের বোঝা চাপিয়েছে।

এসময় তি‌নি আরও ব‌লেন, আজ চরম অবক্ষয়ী পুঁজিবাদী এই শাসন ব্যবস্থা জনগণের বৈষম্য বিলোপের কথা বললেও তা মুক্তি দিতে পারে না।সিস্টেম না বদলিয়ে যতই হাত বদল হোক এতে জনগণের প্রকৃত মুক্তি আসবে না। একমাত্র সমাজতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে জনগণ সত্যিকার অর্থে রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে, শোষণ-বৈষম্যের অবসান হবে।সমাবেশের সভাপতি কমরেড কুদ্দুস বলেন,পৃথিবীর ইতিহাসে সোভিয়েত রাশিয়া প্রথম  সমাজতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে কয়েক বছরেই দারিদ্র্য, বেকারত্ব, ভিক্ষাবৃত্তি,পতিতাবৃত্তি সমূলে উৎপাটন করেছিল।নারী স্বাধীনতা,সম অধিকার, নারীদের ভোটাধিকার নিশ্চিত করা,মহাকাশে প্রথম নভোচারী প্রেরণের মতো সাহসী পদক্ষেপ সবই সম্ভব হয়েছিল সমাজতান্ত্রিক রাষ্ট্রে। 

তিনি বলেন, রংপুরে ভারী শিল্প না থাকায় মানুষের কাজ নেই,ভূমিহীনদের আবাসন নেই, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভালো চিকিৎসা নেই। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের  উপদেষ্টাদের কোন উদ্যোগ পরিলক্ষিত হয়নি।অবিলম্বে উত্তরাঞ্চলে বেকার সমস্যা নিরসন,শ্রমজীবীদের রেশন, ভূমিহীনদের আবাসন নিশ্চিত, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও সংখানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের দাবি জানান। একইসাথে জনগণকে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে  বাসদ-কে শক্তিশালী করার আহবান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.