× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে ৬ সনাতন পরিবারে ডাকাতি; নগদ টাকা স্বর্ণালংকার লুট

আতিকুল হক লিটন, নাটোর প্রতিনিধি।

১২ নভেম্বর ২০২৪, ১৬:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত

নাটোর শহরে ৬টি সনাতন পরিবারে ডাকাতি ও লুটের ঘটনা ঘটেছে।দুর্বৃত্তরা এসব পরিবারের সদস্যদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে নগদ ৩ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট করে। আজ মঙ্গলবার(১২ নভেম্বর) ভোর ৪টায় শহরের মীরপাড়া ও পালপাড়ায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, সনাতন ধর্মের রীতি অনুযায়ী তাদের ধর্মমাস চলায় ভোররাতে প্রথমে বাড়ি সংলগ্ন গাছ থেকে পুজার জন্য ফুল তুলতে বের হন মীরপাড়া সাহাপাড়ার উত্তম সাহা।তিনি ফুল নিয়ে ঘরে ঢোকার সময় ৫/৬ জন দুর্বৃত্ত তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে বাড়িতে ঢুকে পড়েন। এসময় তার ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ ১১০০ টাকা নিয়ে তাঁর দাদার ঘরের দরজা ভেঙ্গে বৌদি ও ভাইপোর গলায় ছুরি ১০ হাজার টাকা ও ২ ভরি স্বর্নালংকার নেন।

একই সময় নিকট অদুরে পালপাড়া এলাকায় স্বপন কুন্ডুর বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তাঁর চার ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪ ভরি স্বর্নালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করেন।

পরিবারের সদস্যরা জানান, গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে সবকিছু লুট করায় তারা চিৎকার করার সুযোগ পাননি।

এ বিষয়ে পুলিশ সুপার মারুফাত হোসাইন এর কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.