× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিরল তুষারপাতে ঢেকে গেছে সৌদি-আরব!

আন্তর্জাতিক ডেস্ক।

১০ নভেম্বর ২০২৪, ১৯:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত

সাধারণত শীতকালে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তুষারপাত হয়। কিন্তু স্বাভাবিকভাবে সৌদি-আরবের আল-জউফ এবং তাবুক অঞ্চলে শীত মৌসুমে তুষারপাত হয়না।

সম্প্রতি এই অঞ্চলে তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে এবং পাহাড়ি এলাকাগুলোতে তুষারপাত ও শিলা বৃষ্টি দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিও তে দেখা যায় এই বিরল তুষারপাত দেখতে স্থানীয় বাসিন্দা এবং বিদেশি পর্যটকরা ভিড় জমাচ্ছে। 

সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে, এই বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া গত কয়েকদিন ধরে দেশের মানুষকে অবাক করে দিয়েছে। সৌদির আবহাওয়া অধিদপ্তর মক্কা, মদিনা, হাইল ও উত্তর সীমান্তসহ বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি আকারের বজ্রঝড়, ও আকস্মিক বন্যাসহ শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাসের সতর্কবার্তা দিয়েছে।

চলতি বছরের শুরুর দিকে দেশটিতে তুষারপাতের ঘটনা ঘটেছিল। আবহাওয়াবিদরা মনে করছেন, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন ঘটনার সৃষ্টি হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.