বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত মৌলভীবাজারের রাজপথে গত সাড়ে ১৫ বছর দাঁড়াতেই পারেনি দেশের বৃহত্তম রাজনৈতিক এই দলটি । আওয়ামীলীগের দুঃসহ শাসনামলে রাজপথের কর্মসূচি পালনে দলটির নেতাকর্মীরা যখন পথে নামার প্রস্তুতি নিতেন তখন একদিকে পুলিশ সহ আইনশৃংখলা বাহিনীর সীমাহীন ধরপাকড়, মামলা। অপরদিকে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতাকর্মীদের বেপরোয়া হামলা আর নির্যাতনে দলটির নেতাকর্মীরা কোনঠাসা হয়ে পড়েন। রাজপথে দাড়ালে দলটির নেতাকর্মীদের কপালে জুটত মামলা। এমন ঘটনা ছিল অনেকটা অনিবার্য।
জেলা সদরের রাজপথ ছিল ক্ষমতাসীনদের একচেটিয়া দখলে। অবশেষে জুলাই-আগস্ট বিপ্লবের মধ্যদিয়ে স্বৈরাচার সরকারের সূচনীয় পতন নিশ্চিত হলে আত্মগোপনে চলে যান আওয়ামীলীগের নেতাকর্মীরা। রাজপথ থেকে লেজ গুটিয়ে বিদায় নেয় দলটির সব পর্যায়ের নেতাকর্মী। ফুরফুরে মেজাজে দিগুণ শক্তি নিয়ে রাজপথে ফের জানান দিতে নামে বিএনপির নেতাকর্মীরা।
দীর্ঘদিনের বিভক্তি ভুলে ঐক্যবদ্ধভাবে বৃহস্পতিবার ৭ নভেম্বর জেলা শহরে পালন করে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা।
শুক্রবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে শহরে দেড়যুগ পর নবগঠিত জেলা বিএনপির আহবায়ক কমিটির আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে কয়েক হাজার নেতাকর্মীর ঢল নামে।
এর আগে বিকাল ৩ টার পর থেকে সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা।
সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন এর নেতৃত্বে শুরু হওয়া শোভাযাত্রাটি চৌমুহনা হয়ে কুসুমবাগ এলাকার এসআর প্লাজার সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় সেকানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, ফয়জুল করিম ময়ূন ও ভিপি মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন, নবগঠিত জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, আব্দুল মুকিত, আশীক মোশাররফ, বকসী মিছবাউর রহমান, হেলু মিয়া, মোশাররফ হোসেন বাদশা,মতিন বক্স,মনোয়ার আহমেদ রহমান, ফখরুল ইসলাম, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী , এডভোকেট বকসী জুবায়ের আহমদ, এডভোকেট সুনীল কুমার দাস, জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান, মাহবুব ইজদানী ইমরান, জেলা বিএনপির সদস্য আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সদস্য নাসির উদ্দিন মিঠু, সদস্য আবুল কালাম বেলাল, জিতু মিয়া,গাজী মারুফ,আব্দুল হক, আনিসুজ্জামান বায়েছ, পৌর বিএনপি আহবায়ক মুজিবুর রহমান মজনু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম.এ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফিরুন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, আলিম হোসেন মিরু, জেলা ছাত্র দলের সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আবিদুর রহমান সোহান সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,কৃষকদল,মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
শোভাযাত্রায় জেলার ৭ টি উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ব্যানার সহ মিছিল নিয়ে নেতাকর্মীরা স্বতস্ফুর্ত অংশ নেন। এসময় নেতাকর্মীদের হাতে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন-প্লেকার্ড বহন করতে দেখা যায়।