× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে বিভক্তি ভুলে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে একমঞ্চে বক্তব্য দিলেন বিএনপি নেতারা

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার প্রতিনিধি

০৭ নভেম্বর ২০২৪, ২১:০৫ পিএম

ছবিঃ মোঃ আব্দুল কাইয়ুম।

দীর্ঘ দিনের বিবাদ ভুলে মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি ঘিরে দলীয় কর্মসূচি পালনে একমঞ্চে বসে বক্তব্য দিয়েছে জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতারা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৪ টার দিকে শহরের পৌরসভা মিলনায়তনে শুরু হয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ওই অনুষ্ঠান। জেলা বিএনপির আয়োজনে ওই অনুষ্ঠানে একমঞ্চে দেখা গেছে সদ্য বিলুপ্ত জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য, এম নাসের রহমান,জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন,সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান সহ দলের সিনিয়র নেতাদের। এসময় অনুষ্ঠানস্থলের ভিতর ও বাহিরে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঘটে যাওয়া সেদিনের ঘটনার বর্ণনা তুলে ধরে বক্তব্য রাখেন। বলেন, সিপাহী বিপ্লবের মাধ্যমে ৭ ই নভেম্বর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেন বলেই ৭ ই নভেম্বর আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। 

জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও নবগঠিত আহবায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলাল এর সঞ্চালনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,আহবায়ক কমিটির সদস্য, মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, ভিপি মিজানুর রহমান,আব্দুল মুকিত, আশীক মোশাররফ,হেলু মিয়া, বকসী মিছবাউর রহমান,মোশাররফ হোসেন বাদশা, মতিন বক্স, মনোয়ার আহমেদ রহমান, ফখরুল ইসলাম, মারুফ আহমদ, স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। 

উল্লেখ্য,২০১৯ সালের ১১ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৌলভীবাজার জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। ১৫১ সদস্যবিশিষ্ট ওই কমিটির সভাপতি হন সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এবং সাধারণ সম্পাদক হন সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর কিছুদিন সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে একসঙ্গে জেলা বিএনপির সব কার্যক্রম চললেও কিছুদিন যেতে না যেতেই সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে জেলা বিএনপির দুই অংশ আলাদা হয়ে যায়। জাতীয় ও স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে অল্প সময় একসঙ্গে চললেও সেটি বেশি দিন টিকেনি। কেন্দ্রীয় সব কর্মসূচিও চলে আলাদাভাবে। এভাবে দৃশ্যমান হয় জেলা বিএনপির বিভক্তি। বিভক্তির এই প্রভাব পড়ে দলের তৃণমূল পর্যায়েও। অবশেষে চলতি সাপ্তাহের ৪ নভেম্বর কেন্দ্রীয় বিএনপি মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করলে অবসান হয় বিভক্তির। উজ্জীবিত হয় দলের তৃণমূলের নেতাকর্মীরা। 





Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.