× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজার

সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় ব্যাথা নাশক ঔষধসহ আটক ২

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার প্রতিনিধি।

০৭ নভেম্বর ২০২৪, ১৫:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ভারত থেকে অবৈধ পথে আমদানিকরা ব্যথা নাশক ঔষধ  সহ ২ জনকে আটক করা হয়েছে। গতকাল বিকালে ভারতীয় ঔষধ জব্দ সহ দু'জন আটক হলেও বিষয়টি আজ (৭ নভেম্বর) দুপুরে নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ। 

ঔষধ জব্দের পাশাপাশি এ ঘটনায় আটক করা হয় মাহতাব উদ্দিন (২৪) এবং কুতুব উদ্দিন (২১) নামে  দুই ব্যক্তিকে। এরা দুজনই সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ । 

বিপুল পরিমাণ ওই ঔষধ গুলো ভারতীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান  Vip pharma India এর বলে জানিয়েছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ১৪ লাখ টাকা। আটককৃতরা কার্ভাড ভ্যনযোগে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল বলে জানা যায়। 

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে কাভার্ড ভ্যানে ভারতীয় চোরাই পন্য আসছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে গোয়েন্দা পুলিশের এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার-শেরপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসায়। চেকপোস্ট বসার সময়  হামরকোনা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এসময় গাড়ির ভেতর থেকে ১২টি কাগজের কার্টুন এবং ১০টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে মোট ১৮ হাজার ৩ শত ২০ পাতা ভারতীয় কোম্পানির তৈরি ঔষধ জব্দ করা সহ ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। 

মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম জানান, 'আটককৃত দুই ব্যক্তি জব্দকৃত এসব মালামালের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তারা সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকার ভারতীয় সীমান্ত থেকে চোরাই পথে ওষুধ ক্রয় করে বিক্রির জন্য মৌলভীবাজার নিয়ে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.