× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমুর গ্রেপ্তারে ঝালকাঠিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ছাজ্জাত বিশ্বাস, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি।

০৬ নভেম্বর ২০২৪, ১৭:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তাঁর নির্বাচনী এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করা হয়েছে।

আজ (৬ নভেম্বর) দুপুরে ঝালকাঠি আইনজীবী সমিতির সামনে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রথমে আনন্দ মিছিল বের করেন। পরে তাঁরা পথচারীসহ বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। পরে আইনজীবী সমিতি ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ও জেলা যুবদলের আহবায়ক রবিউল হোসেন তুহিন।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে আমির হোসেন আমু ছিলেন ঝালকাঠির মানুষের কাছে মুর্তিমান আতঙ্কের নাম। এমন কোন অপকর্ম নেই যা তিনি করেননি। দুর্নীতি, টেন্ডার, জমি দখল, কাজের পারসেন্টিজ ও নিয়োগ বাণিজ্য করে হাজার হাজার কোটি টাকা ও প্রচুর সম্পদের মালিক হয়েছেন। তাকে গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করেন বিএনপি নেতাসহ সাধারণ মানুষ। বিএনপি নেতৃবৃন্দ আমির হোসেন আমুর অপকর্মের কঠোর বিচার দাবি করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.