সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে ৮ কোটি ২ লাখ টাকার অবৈধ পথে ভারত থেকে আসা চোরাই মালামাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) ৪৮ বিজিবির দায়িত্বাধীন এলাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগরে অভিযান পরিচালনা করে এসব চোরাই মালামাল জব্দ করা হয়। সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উপ-অধিনায়ক মো. নূরুল হুদার নেতৃত্বে অভিযানে ম্যাজিস্ট্রেট ও পুলিশ উপস্থিত ছিল।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগরে বিজিবি, ম্যাজিস্ট্রেট ও পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ২ লাখ ৩১ হাজার টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানি মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।