দেশে এখনও বৈষম্য রয়ে গেছে বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। আজ (৫ নভেম্বর) রাজাপুর পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখা আয়োজিত তৃণমুল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ৫ আগস্টের পর মনে করেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু তা হয়নি। মাদার গাছ থেকে আম আশা করা যায় না, তেতুল গাছ লাগিয়ে মিষ্টি ফল আশা করা যায় না। দেশের মসনদে খুনি ও লুটেরা থাকলে দেশের জনগণ শান্তি পাবে না। একমাত্র ইসলামী হুকুমত কায়েম হলেই দেশে শান্তি ফিরিয়ে আসবে। ভাল নেতা ছাড়া ভাল কিছু আশা করা যায়নি। আমরা কি দেখলাম ৫ আগস্ট দেশের বৈষম্য দূর করার জন্য ছাত্র-জনতার আন্দোলনের মুখে খুনি ও লুটেরা সরকারের পতন হলেও এখনো দেশে চুরি, ডাকাতি, দখলবাজি ও টেন্ডারবাজি অব্যাহত আছে।
সমাবেশে তিনি আরও বলেন, ব্রিটিশরা চলে যাওয়ার পরেও মুসলমানদের সাথে বৈষম্য করা হয়েছে। মুসলমানদের অধিকার হরণ করা হয়েছে। অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মুসলমানদের আন্দোলনের কারণে আমরা ১৯৪৭ সালে পাকিস্তান নামক রাষ্ট্র পেয়েছি এবং এই পাকিস্তান সৃষ্টিতে আন্দোলনে একমাত্র মুসলমানরাই রক্ত দিয়েছে। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা জানেইনা মুসলমানদের আন্দোলনের অবদানের ইতিহাস। মুসলমানদের দাঁড়ি টুপি থাকার কারণে তারা পুলিশে চাকরি পায় না, সেনাবাহিনীতে চাকরি পায় না। সবখানেই তারা বৈষম্যের শিকার হয়। ভাল নেতা নির্বাচিত না করলে ভাল কিছু আশা করা যায় না। আগামী নির্বাচনে হাত পাখার ভোট নিয়ে যোগ্য নেতা নির্বাচন করুন। অনেকে বলে ইসলামী দল ক্ষমতায় এলে নারীদের প্যাকেট করে রাখবে, মাদক সেবীদের মাদক কিভাবে সেবন করবে, অন্যায় অনিয়ম কারীদের কি হবে?। আসলে ইসলামী দল ক্ষমতায় এলে এমন পরিবেশ সৃষ্টি হবে সবকিছু এমনিতেই বদলে যাবে। এ জন্য পরিবেশটা সৃষ্টি করা জরুরি। ইসলামী দল সেই পরিবেশ সৃষ্টি করবে।