মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে তায়েব বেপারী(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তায়েব পৌর এলাকার শিকারমঙ্গল গ্রামের আজাহার বেপারীর ছেলে। আজ শনিবার সকালে তার মৃত্যু হয়।
হাসপাতাল ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, শিশু তায়েবের পরিবারের লোকজন বাড়ির সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত ছিল। এ সুযোগে তায়েব একা বাড়ির সামনের পুকুর পাড় খেলতে গিয়ে পা পিচলে পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন অনেক খোজাখুজি শেষে ওই পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষনা করে।
নিহতের স্বজন বিএনপি নেতা সাহেদ হোসেন জানান, বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে তায়েব বেপারীর মৃত্যু হয়েছে। তাকে হারানো এই কষ্ট আমরা মেনে নিতে পারছিনা।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নুসরাত জাহান জানান, পানিতে ডুবে যাওয়া শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরিক্ষা শেষে তাকে মৃত্যু ঘোষনা করা হয়েছে।