× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবসে যুব ঋণ বিতরণ

মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

০১ নভেম্বর ২০২৪, ১৯:১৮ পিএম । আপডেটঃ ০১ নভেম্বর ২০২৪, ১৯:২০ পিএম

ছবিঃ মো.আবুল হাসেম।

"দক্ষ যুব গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে শপথ পাঠ, র‍্যালী, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণ বিতরণ করা হয়েছে। 

আজ (০১ নভেম্বর) সকাল ১০ টার দিকে একটি র‍্যালী শেষে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শেখ আশ্রাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে  সভাপতি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম। এসময়, মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমান উল্লাহ খাঁন, মাটিরাঙ্গা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তানিম, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, তবলছড়ি আদর্শগ্রাম যুব সমিতির সভাপতি মনির হোসেন প্রমুখ বক্তব্য দেন। 

যুব উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণ করে আত্মকর্মসংস্থানের বেশ সুযোগ রয়েছে জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, বর্তমান দেশে প্রশিক্ষিত যুবদেরকে জামানতবিহীন যুবঋণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। যুবদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে প্রবাসে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে।
 
অনুষ্ঠান শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও যুব ঋণ তুলেদেন অতিথিরা। এ সময়, উপজেলার বিভিন্ন যুব ক্লাবের সদস্য, উদ্যেক্তা, সাংবাদিক,  সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.