রংপুরে বেপরোয়া দ্রুত গতির একটি সিলভার কালার প্রাইভেটকারের ধাক্কায় দেশ টেলিভিশন ও কালের কণ্ঠের সাংবাদিক রফিকুল ইসলাম রফিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
গতকাল (৩১ অক্টোবর) রাত ১১ টায় নগরীর টাউন হলের সামনে এই ঘটনা ঘটে। সিসিটিভি ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, এক্স-করোলা গাড়িটি সিটি বাজার থেকে দ্রুতগতিতে এসে সড়কের পাশে দাঁড়িয়ে চা পান করার সময় রফিকসহ অন্যান্য সাংবাদিকদের ওপর আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, গুরুতর আহত অবস্থায় রফিককে ভর্তি করা হয়েছে।
সাংবাদিক রেজওয়ান রনি জানান, ‘আমরা টাউন হলের সামনে চা খাচ্ছিলাম, হঠাৎ করে একটি প্রাইভেটকার আমাদের আঘাত করে পালিয়ে যায়। এরপর আমরা গাড়িটি আটকের চেষ্টা করলেও সফল হতে পারিনি।