রংপুরে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল - বাংলাদেশ জাসদের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। আজ (৩১ অক্টোবর) সকালে রংপুর জেলা ও মহানগর এর উদ্যোগে বাংলাদেশ জাসদ টাউন হল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রংপুর মহানগর শাখার সভাপতি গৌতম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রংপুর জেলা শাখার সভাপতি শাহিনুর রহমান বাদল, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মওলা, রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, মিরাজুন নবী মিলন, মোস্তফা জামান রনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুস সামাদ, নিয়তি রায়, নাজমা জামান, বিশ্ব রায়, গোপাল চন্দ্র বর্মন, রিপন চক্রবর্তী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র, সমতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সর্বক্ষেত্রে বৈষম্য দুরীকরণে জাতীয় ঐক্যমত গড়ে তোল, ২৪ এর গণঅভ্যূত্থানে নিহত বাংলা মায়ের সন্তানের রক্তে রঞ্জিত লুটেরা ঘাতদের স্বাধীন বাংলায় ঠাই নাই।