× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত দুজনের মৃত্যু

এম এ কালাম, ময়মনসিংহ ব্যুরো।

৩১ অক্টোবর ২০২৪, ১৪:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৩৯ রোগী। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকাল ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার উদয়খালী এলাকার মঈজ উদ্দিনের মেয়ে সাজেদা খাতুন (৪৫) ও টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সংকরপুর এলাকার আ. রহমানের আব্দুস সাত্তার (৫০)।

ডা. মহিউদ্দিন খান বলেন, সাজেদা খাতুন গত ২৭ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে ৩০ অক্টোবর রাত সোয়া ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাজেদা খাতুন ডেঙ্গু ছাড়াও ফুসফুসের ইনফেকশন রোগে ভুগছিলেন। আ. সাত্তার বুধবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডেঙ্গু ছাড়াও তিনি কিডনির রোগে ভুগছিলেন।

তিনি আরও বলেন, হাসপাতালে মোট ৩৯ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মাঝে পুরুষ ৩৩, নারী পাঁচ ও শিশু একজন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন  ২১ রোগী, বাড়ি ফিরেছেন ১৯ জন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.