× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভৈরবে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ভৈরব প্রতিনিধি।

৩০ অক্টোবর ২০২৪, ২১:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে মেয়ের শাশুড়িকে এনজিও থেকে টাকা তুলে দেয়ায় ও দীর্ঘদিনের দ্বন্দ্বে প্রতিবেশী এক নারীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার ৩০ অক্টোবর বিকাল ৫ টায় পৌর শহরের ভৈরবপুর (দ:) পাড়া আইস কোম্পানি মোড় এলাকায় একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নারী ও অভিযুক্তরা একই বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় ৩ নারীসহ চারজনকে আটক করেছে  পুলিশ। নিহত নারী পৌর বজন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া গকুল নগর এলাকার বাবুল মিয়ার স্ত্রী শাহারা বেগম (৫০)।

অভিযুক্ত আটককৃতরা হলেন ভাড়াটিয়া রতন মিয়া, তার স্ত্রী খোদেজা বেগম, মেয়ে স্মৃতি বেগম ও অন্য ভাড়াটিয়া  সোমা বেগম। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত বজন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন নিহত শাহারা বেগম ও খোদেজা বেগমের পরিবার। গত ১ মাস আগে শাহারা বেগম খোদেজা বেগমের মেয়ের জামাইকে একটি এনজিও থেকে টাকা তুলে দেন। এতেই দুই পরিবারের মাঝে দ্বন্দ্ব তৈরি। এদিকে একই বাড়িতে থাকায় পানি ব্যবহারসহ বিভিন্ন ভাবে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে। নিহত শাহারা বেগম ঝগড়া থেকে বাচঁতে বাড়ি ভাড়া ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছিল৷ জিনিসপত্র নেয়াকালে তাদের মধ্যে সকালে ঝগড়া বাধে। বিকালে খোদেজা বেগমের পরিবার শাহারা বেগমের উপর হামলা করে। এতে গুরুতর আহত অবস্থায় দৌড়ে গিয়ে বাড়ির পাশ রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে একটি প্রাইভট ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে এসে ৩ নারীসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়৷ 

এবিষয়ে নিহতের বোনের ছেলে হীরা বলেন, প্রায় সময় আমার খালার সাথে খোদেজা বেগমের পরিবারে ঝগড়া হতো। ৩০ অক্টোবর বিকালে চারজন নারীসহ পাচঁজন খালাকে মারধর করে। রতন মিয়া, খোদেজা বেগম, স্মৃতি, সোমা ও রাবেয়া মিলে মারধর করে৷

এদের মধ্যে স্মৃতি বেশি মারধর করেছে। সামান্য বিষয় নিয়ে তারা আমার খালাম্মাকে মেরে ফেলেছে। আমি তাদের বিচার দাবি করছি। 

এ বিষয়ে ভৈরব থানার ওসি হাসমত উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য
নারী পুরুষসহ চারজনকে  আটক করা হয়েছে৷ অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.