কুমিল্লার চান্দিনায় বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হককে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার পশ্চিম বেলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে বুধবার ভোরে কুমিল্লা সিএমএইচ এ তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহে ওয়া... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তাছবীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার হাজী আবদুল মালেক এসময় উপস্থিত ছিলেন।
পরে সেনাবাহিনীর পক্ষ থেকে কুমিল্লা ক্যান্টনমেন্টের একটি চৌকস দল মরহুম এই সেনা সদস্যকে সালামী প্রদান করেন।
এসময় জাতীয় পতাকা দিয়ে মরহুমের মরদেহে আচ্ছাদিত করা হয় এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে ওই বিদ্যালয়ের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।