× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভৈরবে ৪ চাঁদাবাজ আটক করেছে সেনাবাহিনী

আরিফুল ইসলাম মামুন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

৩০ অক্টোবর ২০২৪, ২১:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

কিশোরগঞ্জের ভৈরবে ৪ চাঁদাবাজ আটক করেছে সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা। আজ বুধবার (৩০ অক্টোবর) আটককৃতদের ভৈরব থানা সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার সোহান মিয়া (২৮), রকি মিয়া (২৮), শওকত আলী (৬০) ও বাজার এলাকার আশীশ রায় (৪৮)। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. হাসমত উল্লাহ। 

সেনা ক্যাম্প সুত্রে জানা যায়, ভৈরব শহরকে চাঁদাবাজ মুক্ত করতে কাজ করছে সেনাবাহিনী। ভৈরবের ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট বুধবারের বাজার৷ ইজারার মাধ্যমে বাজারটি পরিচালনা হলেও নির্ধারিত মূল্য ছাড়া অধিক টাকা আদায় করছে ইজারাদাররা। একাধিকবার তাদের সতর্ক করার পরও তারা বিভিন্ন ভাবে ভৈরব বাজারে ইজারার নামে অতিরিক্ত অর্থ আদায় করছে। এ বিষয়ে দীর্ঘদিন যাবত তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। 
ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. হাসমত উল্লাহ বলেন, ২৯ অক্টোবর রাত ৩ জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের দেয়া তথ্যমতে মধ্যরাতে আরো ১ জনকে আটক করা হয়৷ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷ পরবর্তী সময়ে ভৈরবের আইনশৃঙ্খলা রক্ষায় ও চাঁদাবাজ মুক্ত করতে সেনা ক্যাম্প, পুলিশ ও র‍্যাবের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.