× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নড়াইলে বাসের ধাক্কায় বৃদ্ধ সাইকেল চালক নিহত

প্রলয় কুমার কীর্ত্তনীয়া, নড়াইল প্রতিনিধি।

২৯ অক্টোবর ২০২৪, ১৯:৩৯ পিএম । আপডেটঃ ২৯ অক্টোবর ২০২৪, ১৯:৪৫ পিএম

ছবিঃ প্রলয় কুমার কীর্ত্তনীয়া।

নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কে বাসের ধাক্কায় হারেজ মোল্যা (৭৫) নামে এক বৃদ্ধ সাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে লোহাগড়া উপজেলার যশোর-কালনা মহাসড়কের বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হারেজ মোল্যা লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গীলাতলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হারেজ মোল্যা নামের এক বৃদ্ধ সাইকেলে করে গীলাতলা থেকে এড়েন্দা এলাকার দিকে যাচ্ছিলেন। লোহাগড়া উপজেলার যশোর-কালনা মহাসড়কের বসুপটি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এসময় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এতে তার চালিত সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। তবে ঘাতক বাসটি  বৃদ্ধকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে। 

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো.আশিকুর রহমান বলেন, বসুপটি এলাকায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।




Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.