× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চুরিতে বাঁধা দেয়ায় বৃদ্ধাকে ছুরিকাঘাত; গণপিটুনিতে চোর নিহত

রংপুর ব্যুরো

২৫ অক্টোবর ২০২৪, ১৮:৪৩ পিএম

ছবিঃ রংপুর ব্যুরো।

ডরংপুরের মিঠাপুকুরে চুরি করতে বাধা দেয়ায় চোরের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক বৃদ্ধা । এ ঘটনায় বিক্ষুদ্ধ গ্রামবাসী অভিযুক্ত চোর আয়নাল ইসলাম (৩৫) গণপিটুনিতে মারা গেছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানা পুলিশ। এর আগের দিন বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত আইনুল ইসলাম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধলারপাড়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামে গরুর খামারে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গরু চুরির চেষ্টা করে দুষ্কৃতকারীরা। এতে বাধা দেন আবদুস সাত্তারের স্ত্রী মনজুয়ারা বেগম (৬০)। এ কারণে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাঁর চিৎকারে গ্রামের লোকজন ঘটনাস্থলে চলে আসলে চোর পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ খবর ছড়িয়ে পড়লে ওই বৃদ্ধার স্বজনেরাসহ এলাকাবাসী ধলাপাড়া গ্রামে গভীর রাতে আয়নালের বাড়ি ঘিরে ফেলে তাকে বাড়ি থেকে বের করে গণপিটুনি দেয় তারা। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আয়নাল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এদিকে নিহত আয়নালের মা বুল্লি বেওয়া দাবি করেন তার ছেলে চুরির সাথে জড়িত নয়। তিনি কাঁদতে কাঁদতে বলেন, অনেকগুলো মানুষ বাড়িত আসি (এসে) মোর ছইলটাক (ছেলেকে) ধরি নিয়া গেইলো (গেল)। চুরি করার স্বাক্ষী-প্রমাণ নাই, তারপরও মোর ব্যাটাক (ছেলেকে) ধরি (ধরে) ওমরাগুল্যা (ওরা) ডাংডেয়া (পিটুনি দিয়ে) মারি (মেরে) ফেলাইলো (ফেললো)। মুই ইয়ার (আমি এর) বিচার চাও (চাই)।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, বৃহস্পতিবার রাতে চুরি করতে গিয়ে বাধার মুখে আয়নাল এক বৃদ্ধাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সংক্ষুদ্ধ গ্রামবাসী তাকে ধরে নিয়ে এসে গণপিটুনি দেন। এতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করে। এ ঘটনায় কেউ থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি।

ওসি আরও জানান, নিহত আয়নালের বিরুদ্ধে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আছে। পুরো ঘটনাটির তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.