× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ ইউপি চেয়ারম্যানের দায়িত্ব অধিগ্রহণ

এম এ কালাম, ময়মনসিংহ ব্যুরো।

২৪ অক্টোবর ২০২৪, ১৮:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবর্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হলেন, দুল্লা ইউনিয়ন মো. হুসেন আলী হুসি, বড়গ্রাম ইউনিয়ন মো. জাহান আলী সরকার, তারাটি ইউনিয়ন মনিরুজ্জামান মনির, কুমারগাতা ইউনিয়ন মো. আকবর আলী, বাঁশাটি ইউনিয়ন উজ্জল চন্দ্র চন্দ, ঘোগা ইউনিয়ন মো. শরীফ আহমেদ, দাওগাঁও ইউনিয়ন খন্দকার জামাল উদ্দিন বাদশা, কাশিমপুর ইউনিয়ন মো. মোয়াজ্জেম হোসেন তালুকদার ও খেরুয়াজানী ইউনিয়ন মো. হারুনুর রশীদ।

বুধবার (২৩ অক্টোবর) বিকালে ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম সাক্ষরিত এক অফিস আদেশে নির্দেশনা দেয়া হয়। মুক্তাগাছা উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই অফিস আদেশে বলা হয়, জেলার মুক্তাগাছা উপজেলার ৯টি ইউনিয়নের ( ১নম্বর দুল্লা, ২ নম্বর বড়গ্রাম, ৩ নম্বর তারাটি, ৪ নম্বর কুমারগাতা, ৫ নম্বর বাঁশাটি, ৭ নম্বর ঘোগা, ৮ নম্বর দাওগাঁও, ৯ নম্বর কাশিমপুর, ১০ নম্বর খেরুয়াজানী) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যানদের কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইউনিয়নগুলোর দাপ্তরিক ও নাগরিক সেবামূলক কাজের চরম ব্যাঘাত ঘটছে, যার ফলে ইউনিয়নগুলোর নাগরিকগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। যে কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ১০১ ও ১০২ প্রয়োগপূর্বক মুক্তাগাছা উপজেলার ৯ ইউনিয়নের চেয়ারম্যানদের দায়িত্ব হস্তান্তর করা হলো। ওই ইউনিয়ন পরিষদগুলোর আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসারের উপর অর্পণ করা হলো।

ইউএনও আতিকুল ইসলাম বলেন, মুক্তাগাছা উপজেলায় মোট ১০ ইউনিয়ন রয়েছে। যার মধ্যে ৯ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দায়িত্ব হস্তান্তর করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.