× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে বিনামূল্যে জরায়ুমুখ ক্যান্সারের টিকা পাবে কিশোরীরা

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর প্রতিনিধি।

২৩ অক্টোবর ২০২৪, ১৮:৫২ পিএম

ছবিঃ মাহমুদুর রহমান মনজু

লক্ষ্মীপুরে বিনামূল্যে প্রায় ১ লাখ ১২ হাজার কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়া হবে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন আহম্মেদ কবির, জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান।

সভায় জানানো হয়, ২৪ অক্টোবর এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এর আওতায় লক্ষ্মীপুরে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম-৯ম শ্রেণি বা সমশ্রেণির ছাত্রীদের এবং পরবর্তীতে স্থায়ী এবং অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী ১ লক্ষ ১১ হাজার ৯৫৫ জন কিশোরীকে বিনামূল্যে ১ ডোজ এইচপিভি টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইন চলবে আগামি ২৩ নভেম্বর পর্যন্ত। জেলার ৪টি পৌরসভা ও পাঁচটি উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) পরিচালিত হবে। এইচপিভি টিকা বাইরেও পাওয়া যায়। বাইরে থেকে কিনতে একটি দাম পড়বে প্রায় সাড়ে তিন হাজার টাকা।

জেলা সিভিল সার্জন আহম্মেদ কবির বলেন, নারীদের ক্যান্সারজনিত কারণে মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দেশের দ্বিতীয় সর্বোচ্চ। এটি রোগ প্রতিরোধে এইচপিভি টিকার একটি ডোজই যথেষ্ট। এইচপিভি টিকা এই রোগকে প্রতিরোধ করে। এই টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। তাই সরকারের উদ্যোগে এই টিকা বিনামূল্যে প্রদান করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.