× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

আতিকুল হক লিটন, নাটোর প্রতিনিধি।

২৩ অক্টোবর ২০২৪, ১৬:৩৩ পিএম

প্রতীকী ছবি।

নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় ইমা খাতুন (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার তিলকপুর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ইমা উপজেলার ভাটপাড়া গ্রামের ইমরানের মেয়ে ও তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায় দুপুর ১টার দিকে স্কুল ছুটির পর ইমা তার কয়েকজন সহপাঠীর সাথে দোকানে যাবার সময় রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি মাক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ইমার বাবা ইমরান জানান, ভাটপাড়া গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকায় মেয়েকে নানার বাড়ি তিলকপুরে রেখে তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেন। প্রায় ৪বছর যাবৎ ইমা তার নানা নানীর কাছে থাকে। দুপুরে লোক মারফত জানতে পারি সড়ক দূর্ঘটনায় ইমার মৃত্যু হয়েছে।

ইমার নানা সিদ্দিক আলী মন্ডল জানান, সকালে ইমা বাড়ির সকলের সাথে খাওয়াদাওয়া শেষে সহপাঠীদের সাথে স্কুলে যায়। প্রতিদিন স্কুল ছুটি শেষে সহপাঠীদের সাথে বাড়ি ফিরে। কিন্তু আজ দুপুরে তার সহপাঠীরা বাড়িতে এসে জানায় তিলকপুর বুলু  চেয়ারম্যানের বাড়ি সামনে সড়ক দূর্ঘটনায় ইমা গুরুতর আহত হয়েছে। দূর্ঘনার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দেখি ইমা মারা গেছে।

তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুন জানান, স্কুল ছুটির পর শিক্ষার্থীরা বাড়ি চলে যায়, দুপুর দেড়টার দিকে জানতে পারি যে, ২য় শ্রেণির ইমা নামের এক শিশু শিক্ষার্থী রাস্তা পারাপারের সময় সড়ক দূর্ঘনায় মৃত্যু হয়েছে বিষয়টি খুবই দুঃখজনক।

লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নুরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.