ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মো. সফু মিয়া (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ (২১ অক্টোবর) উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাসন আঞ্চলিক মহাসড়কের দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সফু মিয়া একই ওয়ার্ডের বাসিন্দা সামছুল হক দালালের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
জানা গেছে, চরফ্যাসন থেকে ভোলার উদ্দেশে ছেড়ে যাওয়া টিএ এন্টারপ্রাইজ নামে একটি বাস সড়কে থাকা সফু মিয়াকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও উত্তেজিত জনতা বাসটিকে আটকে রাখেন।
বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় এনেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।