টাঙ্গাইলের ভূঞাপুরে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা ।
রবিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গোবিন্দাসী বাজারের খান সুপার মার্কেটের দোতলায় তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খান সুপার মার্কেটের মালিক ও ব্যবসায়ী মো. আজিম উদ্দিন জানান, সকাল সাড়ে ১১ টার দিকে আমরা দোকানেই ছিলাম। হঠাৎ লোকজন ডাক-চিৎকারে বুঝতে পারি দোতলায় তুলার গোডাউনে আগুন লেগেছে। এসময় মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। এতে তুলা, লেপ তোষক ও দোকানের মালামাল পুড়ে প্রায় আনুমানিক ১০ লক্ষ টাকা ও স্বর্ণ ব্যবসায়ী সুজনের প্রায় ৫ লক্ষ মিলে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের লিডার মো. স্বপন আলী জানান, এ ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ১১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। পরে ফায়ার সার্ভিস পাঁচ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং ১ ঘন্টার মধ্যেই পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।