× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামালপুরে শিশু ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি।

২০ অক্টোবর ২০২৪, ১৮:০২ পিএম

ছবিঃ সংগৃহীত

জামালপুরের জেলার  মাদারগঞ্জ উপজেলার ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সেলিম মিয়া ( ২৬) নামের ইট ভাটার শ্রমিককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ৷  তিনি পৌর শহরের চাঁদপুর এলাকার জাহাঙ্গীর মন্ডল এর ছেলে। 

পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার (১৯ অক্টোবর) দুপুরে পৌর শহরের চাঁদপুর এলাকার মোঃ সেলিম মিয়া  তার প্রতিবেশী ৯ বছরের শিশুকে মোবাইল দেখার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নেয়। এরপর তার পরনে থাকা জামা জোর পূর্বক খুলে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির  চিৎকার শুরু করলে তার দাদী এসে তাকে উদ্ধার করেন। পরে সেলিম পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক পুলিশে সংবাদ দিলে মাদারগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে৷   রাতেই শিশুটির পরিবার নারী ও শিশু দমন নির্যাতন আইনে সেলিমকে আসামী করে মামলা দায়ের করে৷   

কথা হলে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: শাহীনুর আলম এ প্রতিবেদককে জানান,  থানায় মামলা হয়েছে। রবিবার সকালে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে৷  সেই সাথে শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.