কিশোরগঞ্জে ইউনিয়ন পরিষদ বিলুপ্তি না করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জেলার ১৩ টি উপজেলার ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। রবিবার ২০ অক্টোবর বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বাংলাদেশ ইউনিয়ন সদস্য (বাইসস) সংস্থার ইটনা উপজেলার সভাপতি মো: নুরুল ইসলাম অপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো: জহিরুল ইসলাম, মো: ইমাম হোসেন, মোশারফ হোসেন, এবি সিদ্দিক, মো: জুয়েল, মো: নুরুল ইসলাম, মোছা: রুনা বেগম, মোছা: রাহিমা বেগম।
অন্যানের মাধ্যে উপস্থিত ছিলেন মো: তেফায়েল হোসেন, মো: কামাল উদ্দিন, মো: মোবারক হোসেন, মো: ইমাম হেসেন, মো: জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, আজ আমরা নিরপেক্ষ ভাবে, নির্দলীয়ভাবে জনগণের ভোটারে নির্বাচিত হয়েছি। আমাদের দাবী আমরা কোন দলীয়ভাবে এখানে আসিনাই। আমরা যেন জনগণের পাশেথেকে সেবা করতে পারি।
বক্তারা আরো বলেন, সারা বাংলাদেশে ৫৬ হাজার ইউপি সদস্য আছি। আমরা কোন দলীয় প্রতীক নিয়ে নির্বাচিত হইনাই। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের চেয়ারম্যানদেরকে অপসারণ ঘটাতে পারে কিন্তু মেম্বারদের পারেনা। কারণ তারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে। তাই আমাদের যাতে অপসারণ না করে সেজন্য জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় উপদেষ্টার কাছেআমরা জোর দাবী জানাই।
পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কার হয়।