× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধর্ষণের মামলা তুলে নিতে বাদী পরিবারকে পুড়িয়ে মারার হুমকি

সংবাদ সম্মেলনে অভিযোগ

মো.নাসির উদ্দিন ফকির লিটন, ডাসার (মাদারীপুর) প্রতিনিধি।

১৮ অক্টোবর ২০২৪, ২২:০১ পিএম

ছবিঃ প্রতীকী ছবি।

মাদারীপুরের ডাসারে শিশু ধর্ষন মামলা তুলে নেয়ার জন্য ভূক্তভোগী পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যা ও বাদীর বড় মেয়েকে তুলে নিয়ে ফের ধর্ষনের হুমকীর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ওই ভুক্তভোগী পরিবার। এ ঘটনার প্রতিবাদে এবং হুমকি দাতাদের বিচার চেয়ে আজ শুক্রবার সকালে পৌর এলাকার ভূরঘাটা-মজিদবাড়িতে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ওই শিশুর পরিবারের স্বজনরা ও স্থানীয় লোকজন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই শিশুর মা জানান, তিন বছর বয়সের শিশু কন্যাকে উপজেলার পূর্ব খান্দুলী গ্রামের জহুর উদ্দিন ফরাজীর ছেলে নুর মোহাম্মদ ফরাজী তার বসতঘরে ডেকে নিয়ে সম্প্রতি জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। কিন্তু তখন ওই ঘটনার বিষয় প্রতিবাদ করার পরেও দ্বিতীয়বার লম্পট নুর মোহাম্মদ পুনরায় গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে ওই শিশু কন্যাকে তার বসতঘরে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। পরে এই ঘটনায় পরিবারের লোকজন ওই শিশুকে উদ্ধার করে ডাসার থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি ধর্ষন চেষ্টা মামলা করার জন্য অভিযোগ দায়ের করে। এবং তাৎক্ষনিভাবে ওই শিশুর মেডিকেল করার জন্য ওসিকে অনুরোধ করে ভুক্তভোগী পরিবার। কিন্ত ওসি ওই শিশুকে মেডিকেল করার প্রয়োজন নেই বলে কালক্ষেপন করতে থাকে। পরে গত ১৮ সেপ্টেম্বর থানার ওসি ওই অভিযুক্তর বিরুদ্ধে ধর্ষন চেষ্টা  মামলা না নিয়ে কৌশলে বাদিকে না জানিয়ে সরাসরি ধর্ষণ মামলা নেয়।

মামলার বাদী জানান, আমার মেয়ের দ্রুত মেডিকেল করতে বললে, ওসি স্যার আমার স্বামীকে বলেন মেডিকেল তোমার মেয়ের নয় তোমার স্ত্রীর করার প্রয়োজন। ওসি স্যারের এই কথা শুনে আমরা লোক লজ্জায় সেখান থেকে চলে আসি। পরে আমরা থানায় অভিযোগ করি ধর্ষন চেষ্টা মামলা নেয়ার জন্য কিন্তু ওসি আমাদের সাথে লুকোচুরি করে সরাসরি ধর্ষন মামলা নিয়েছে। এদিকে আমার মেয়ের ধর্ষন চেষ্টার আলামত নষ্ট হওয়ার পরে ১৯ সেপ্টেম্বর তার মেডিকেল করানো হয়। বর্তমানে ওই ধর্ষন মামলা তুলে নেয়ার জন্য আসামী পক্ষের লোকজনে আমার পরিবারের লোকজনকে আগুনে পুড়িয়ে হত্যার ও আমার যুবতীকে মেয়েকে তুলে নিয়ে ফের ধর্ষনের হুমকী-ধামকী প্রদান করে আসছে। পরে উপায়ন্ত না পেয়ে আমরা পরিবারের সবাই এলাকা ছেড়ে পালিয়ে রয়েছি। আমাদের ওই লম্পট পরিবারের পক্ষ থেকে তিন লাখ টাকা দিতে চেয়েছে মিমাংশা হওয়ার জন্য। আমরা টাকা চাইনা, ওই লম্পট এবং  সকল হুমকিদাতাদের দৃষ্টান্তমুলক বিচার চাই।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. মাহামুদ উল হাসান বলেন, বাদি পক্ষ এখন যা মন চায় তা বলতে পারে। বির্যপাতের আলামত পেয়েছি। বীর্যপাত হওয়া মানে ধর্ষন। তবে আমি আইনের ব্যাখ্যা অনুযায়ী ধর্ষন মামলা নিয়েছি।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.