× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূঞাপুরে চড়া সবজির বাজার, দিশেহারা নিম্ন আয়ের মানুষ!

মোঃ শহিদুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

১৮ অক্টোবর ২০২৪, ২১:২৯ পিএম

ছবিঃ মোঃ শহিদুল ইসলাম

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন হাটবাজারে সব ধরনের শাক-সবজিসহ নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এতে নিম্নআয় ও সাধারণ খেটে খাওয়া মানুষ দিশেহারা হয়ে পড়েছে। গত সাতদিনের ব্যবধানে সব ধরনের সবজির কেজিতে দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। 

বেশিরভাগ সবজিই কিনতে হচ্ছে গড়ে ১০০ টাকা কেজিতে। গ্রাম অঞ্চল ও রাজধানীর মধ্যে দামে খুব একটা পার্থক্য নেই। এখনও স্বস্তিতে নেই কাঁচাবাজার। যেন সবজির বাজারে আগুন লেগেছে!

বিভিন্ন হাটবাজারে শাক-সবজি, রশুন, পেঁয়াজ, আদা, ডাল, কাঁচামরিচ ও ভোজ্যতেল সহ বাজার দর কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

বিভিন্ন সবজি সহ খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার একদম বাইরে চলে যাচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে বিপদে পড়তে হচ্ছে। সব ধরনের সবজির দাম ঊর্ধ্বগতি হওয়ায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ দিশেহারা হয়ে পড়ছে। মানুষ বাজারে এসে সবজির দাম শুনে মাথায় হাত দিচ্ছেন। এছাড়া রান্নার অপরিহার্য কাঁচা মরিচ ও মসলার দামও অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাচ্ছে।

ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী হাটসহ বিভিন্ন ছোট-বড় বাজার ঘুরে দেখা যায়, গত সাতদিন ধরে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৪০ টাকা থেকে ৩৫০ টাকা। পেঁয়াজ প্রতি কেজি ১২০ টাকা থেকে ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ ৭ দিন আগেও প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হতো ৯০ থেকে ১০০ টাকা, রশুন ২০০ থেকে ২২০ টাকা কেজি, আদা ১৫০ থেকে ১৬০ টাকা কেজি।

শাকসবজির মধ্যে- প্রতি কেজি আলু ৪৫ টাকা থেকে বেড়ে ৬০ টাকা দামে বিক্রি হচ্ছে, পটল ২৫ থেকে ৩০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা থেকে বেড়ে ১২০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা থেকে বেড়ে ১০০টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা থেকে বেড়ে ১২০টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা থেকে বেড়ে ১২০টাকা, ফুলকপি ১৬০ টাকা কেজি, ধনে পাতা ৬০০ টাকা কেজি, মুলা ৩০ থেকে ৪০ টাকা থেকে বেড়ে ৭০ টাকা, শসা ২৫ থেকে ৩০ টাকা থেকে বেড়ে ৭০ টাকা, কচুর লতি ৪০ থেকে ৫০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা, কাঁচা পেঁপে ১০ থেকে ১৫ টাকা থেকে বেড়ে ৩০ টাকা, ফুলকপি ১২০ টাকা, মুখী ৬০ টাকা, লাউ প্রতি পিছ ৩০ থেকে ৪০ টাকা থেকে বেড়ে ৯০ থেকে ১০০ টাকা, মুলার শাক প্রতি আঁটি ২০ থেকে ২৫ টাকা থেকে বেড়ে ৪০ থেকে ৫০ টাকা, লেবু ২০ থেকে ২৫ টাকা থেকে বেড়ে ৬০ টাকা, ধূন্দুল ৪০ থেকে ৫০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা, চাল কুমড়া প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা থেকে বেড়ে ৭০ থেকে ৮০ টাকা, মিষ্টি কুমড়া ২৫ থেকে ৩০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা, কাচ কলা প্রতি হালি ১০ থেকে ১৫ টাকা থেকে বেড়ে ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সবজি ব্যবসায়ী রফিকুল ও নজরুল বলেন, এবার আমাদের এলাকায় দফায় দফায় বন্যা আর অতি বৃষ্টিপাতের ফলে চরাঞ্চলের সব ক্ষেত পানিতে তলিয়ে গিয়েছিল। তাই সবজির আবাদ কম হওয়ায় বাজারে সবজির ঘাটতি দেখা দিয়েছে। তারা আরো বলেন, সামনে কয়েকদিন পরে শীত মৌসুমের নতুন সবজি আসার আগে নিয়ন্ত্রণে আসবে না বাজার।

গোবিন্দাসী হাটে বাজার করতে আসা জাহিদুল ইসলাম, মালেক, জুবায়ের ও সোহাগ বলেন, বর্তমানে যে হারে চাল, ডাল আটা, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, আলু, বেগুন, পটল ও শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বাড়ছে তাতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাদের অভিযোগ একটি মহল সিন্ডিকেট করে বিভিন্ন পণ্যদ্রবের দাম বাড়িয়েছে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) ফাহিমা বিনতে আখতার জানান, আমরা বাজার মনিটরিং করছি এবং তা অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.