× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছাত্র আন্দোলনে শহিদের জাতীয় বীর ঘোষণা করতে হবেঃ নারায়ণগঞ্জ জামায়াত আমির 

মোহাম্মদ জাকির লস্কর, মুন্সীগঞ্জ প্রতিনিধি।

১৮ অক্টোবর ২০২৪, ১৯:৪৯ পিএম । আপডেটঃ ১৮ অক্টোবর ২০২৪, ১৯:৫২ পিএম

ছবিঃ মোহাম্মদ জাকির লস্কর

মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আব্দুল জব্বার বলেন ছাত্র আন্দোলনে শহিদের জাতীয় বীর ঘোষণা করতে হবে।

শুক্রবার ( ১৮ অক্টোবর) সকাল ৯ টায় সিরাজদিখান উপজেলার ইউএনও পার্কে উপজেলা আমির মাওলানা মুহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি মো ওয়াসিমের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আব্দুল জব্বার। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুস। মুন্সীগঞ্জ জেলার সাবেক জেলা  আমির আব্দুল আঊয়াল জিহাদী। জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা নায়েব আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী।  সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ফখর উদ্দিন রাজি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিদির আব্দুস সালাম। জেলা কর্মপরিষদ সদস্য মো: শামীম মোল্লা। সিরাজদিখান উপজেলা নায়েবে আমির নুর মোহাম্মদ সিরাজী। শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মো: মজিবুর রহমান। শিবির নেতা নুরুল আমিন মির মোশাররফ হোসেনসহ প্রমুখ।  

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল জব্বার বলেন, বিগত ১৬ বছর যাবত আমরা সকল মানুষের কাছে স্বাধীন ভাবে ইসলামি আন্দোলনের দাওয়াত মানুষের কাছে পৌছাতে পারি নাই। মহান আল্লাহ ছাত্র আন্দোলনে মাধ্যমে আমাদের সেই সুযোগ করে দিয়েছেন। তাই আমাদের এখন থেকে  সকল ঘরে ঘরে  ইসলামী আন্দোলনের দাওয়াত পৌছাতে হবে। 

তিনি বলেন ছাত্র আন্দোলনে শহিদের জন্য বিভিন্ন সময় অনেক কিছু সরকারের পক্ষ থেকে করার কথা শুনলেও বাস্তবে আমারা এখনো কোন প্রতিফলন দেখতে পাচ্ছি না। তাই যেসব ভাইরা আহত হয়েছে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমাদের দেশের সম্ভব না হলে তাদের বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। 

যারা ছাত্র হত্যার ইন্ধনদাতা ছিল প্রশাসন থেকে তাদেরকে বহিষ্কার করে গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা করতে হবে। 

তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ক্ষমতায় গেলে হিন্দু-বৌদ্ধ সকল ধর্মালম্বী সম অধিকার ভোগ করবে এবং হিন্দুরাও স্বীকার করেন যে বাংলাদেশ জামাত ইসলামের কাছে তাদের সকল অধিকার নিরাপদ। 

বিশেষ অতিথির বক্তব্যে আ জ ম রুহুল কুদ্দুস বলেন, জামায়াতে ইসলামীর মধ্যে কোন চাদাবাজদের জায়গা নাই জামায়াত  রাস্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে মানুষের হক মানুষ কে বুঝিয়ে হেয়া হবে তিনি বলেন বাংলাদেশর মানুষকে জাতির সংকটে যখন প্রয়োজন হয়েছে তখনি তারা রাজ পথে নেমে এসেছে। তাই বাংলার মানুষদের কে জিম্মি করে রাখা যাবে না। তিনি সকল কে নিজেদের মান উন্নয়ন করে সংগঠন কে শক্তিশালী করার আহবান করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.