রংপুরের বদরগঞ্জে মোছা আঞ্জুয়ারা (৩৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(১৮ অক্টোবর) উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর দারারপাড় গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। আঞ্জুয়ারা উপজেলা দারারপাড় গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী।
ইউপি সদস্য রেজাউল করিম বলেন,গত ২০-২২ দিন আগে মারধর করার কারণে রাগ করে বাপের বাড়ি চলে যান আঞ্জুয়ারা।পরে স্থানীয়ভাবে মীমাংসা করে আবারো বাড়িতে নিয়ে আসেন স্ত্রী আঞ্জুয়ারা কে। দু তিনদিন থেকে আবারও তার স্ত্রীকে মারধর করে। গতকালও তার স্ত্রী কে মারধর করেছে। সেই মারধরের কারণে আঞ্জুয়ারা মারা গিয়েছে। পরে মরদেহ বস্তার ভিতর ঢুকিয়ে ঘরের বাক্সের মধ্যে ভোর পর্যন্ত রেখে দেন পাষন্ড স্বামী রশিদুল। ভোরের দিকে স্বামী রশিদুল বাড়ি থেকে পালিয়ে যায়। পরে বদরগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর বাক্স থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। স্বামী রাশিদুল পালিয়ে যায়।
বদরগঞ্জ থানার ওসি তদন্ত নুরুল আমিন সরকার বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল এ গিয়ে আঞ্জুয়ারা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে হয়েছে। তার স্বামী পলাতক রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।