× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোর

বিএনপি নেতাকে চিনতে না পারায় চিকিৎসককে মারধর!

আতিকুল হক লিটন, নাটোর প্রতিনিধি।

১৭ অক্টোবর ২০২৪, ১৬:৩০ পিএম

নাটোরে এক ওয়ার্ড বিএনপি নেতাকে চিনতে না পারার অপরাধে চিকিৎসককে পিটিয়েছেন ওই নেতা ও তার সহযোগীরা।হাসপাতালের ভিতরে ঢুকে চিকিৎসককে এমন মারপিটের ঘটনার নিরাপত্তাহীনতায় ভুগছেন নাটোর আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক এবং নার্সসহ অন্যান্য স্টাফরা।

মঙ্গলবার রাতে আধুনিক সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলামকে হাসপাতালে কর্তব্যরত থাকা অবস্থায় তার নিজ কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়ে মারপিট করে নাটোর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি'র সাধারন সম্পাদক মো. হিটলু।

অভিযুক্ত হিটলু, (৪০), নাটোর জেলা বিএনপি'র প্রভাবশালী নেতা ও বিএনপির প্রভাবশালী এক নেতার ভাই।

রাতেই ভুক্তভোগী চিকিৎসক হামলার শিকার ওই চিকিৎসক বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিভিল সার্জনকে। এরপর চিকিৎসককে মারধরের ঘটনায় থানায় সাধারন ডায়েরী করেছে নাটোরের সিভিল সার্জন।ঘটনাস্থল পরিদর্শনে পুলিশও যায়।

এরপর বুধবার দুপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে অন্যান্য চিকিৎসক এবং স্টাফরা মানববন্ধন করতে গেলে তাদেরকে জোরপূর্বক মানববন্ধন করতে বাঁধা দেয় জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পরে জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন,নবাব সিরাজউদ দৌলা সরকারী কলেজের সাবেক জিএস ও জেলা ছাত্রদল নেতা শহিদুল্লাহ সোহেলসহ বিএনপি ও যুবদল নেতাদের উপস্থিতিতে দোষ স্বীকার করে লিখিত ভাবে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত বিএনপি নেতা হিটলু।

জানতে চাইলে ভুক্তভোগী ডা.রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে এসে একজন রোগীর বিষয়ে জানতে চান হিটলু। এসময় তাকে চিনতে না পারার কারণে রুমের দরজা বন্ধ করে দিয়ে হিটলু এবং তার ৫-৬ জন সহযোগী বেধরক মারধর করে চলে যায়। পরে রাতে হিটলুসহ বিএনপি নেতারা হাসপাতালে এসে তাকে চাপ দিয়ে মিমাংসা করতে বলে।বিএনপি নেতাদের চাপে তিনি ক্ষমা করেছেন বলে জানান।

এরপর বুধবার দুপুরে সদর হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা একত্রিত হয়ে মানববন্ধনের আয়োজন করতে গেলে বিএনপি নেতারা মানববন্ধন না করতে স্ব-শরীরে হাজির হয়ে নিষেধ করেন।

চিকিৎসককে মারধরে বিষয় অস্বীকার করে অভিযুক্ত হিটলু বলেন, হাসপাতালের একজন চিকিৎসকের সাথে তার ভুলবোঝাবুঝি হয়েছিলো। পরে নিজেরা বসে মিমাংসা করে নিয়েছেন।

নাটোরের সিভিল সার্জন বলেন, তিনি জেলার বাইরে আছেন।কর্তব্যরত একজন চিকিৎসককে মারধরে ঘটনা ঘটার পরে তিনি লিখিতভাবে জানালে থানায় সাধারন ডায়েরি করা হয়েছে। পরে অভিযুক্ত এবং তার দলের নেতারা এসে ক্ষমা চাইলে উপস্থিত চিকিৎসকরা আপোষ করেছেন।

এই বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুর রহমান বলেন, চিকিৎসককে মারধরের ঘটনায় সাধারন ডায়েরি করে সিভিল সার্জন। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তির একটি লিখিত ক্ষমা প্রার্থনা পত্র দেয় সিভিল সার্জন। বিষয়টি নিয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.