× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামালপুরে মাহিন্দ্র গাড়ির চাপায় সাংবাদিক কুরবান আলী নিহত

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি।

১৬ অক্টোবর ২০২৪, ১৮:৩২ পিএম

প্রতীকী ছবি।

জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্র গাড়ির চাপায় কুরবান আলী দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ও ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কুরবান আলী নিহত হয়েছেন। বুধবার দুপুরে মেলান্দহ উপজেলার শাহজাদপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত কুরবান আলী মেলান্দহ উপজেলার বীর হাতিজা গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে। এ ছাড়াও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক ছিলেন৷   তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সাংবাদিকদের একাধিক সংগঠন।  এদিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক ও গভীর সমবেদনা জানিয়েছেন জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুতফর রহমান ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুরবান আলী মেলান্দহের শাহজাদপুর খানবাড়ী মোড়ে মোটরসাইকেল থামিয়ে মোবাইলে কথা বলছিলেন। এ সময় ইসলামপুর থেকে জামালপুরগামী একটি মাহিন্দ্র গাড়ি তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 এ ব্যাপারে জানতে চাইলে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: মৌসুমী আক্তার জানান,  হাসপাতালে আনার পুর্বেই তিনি মারা যান।  

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল৷  অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.