× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহ শিক্ষা বোর্ড

জিপিএ-ফাইভ প্রাপ্তিতে এবারো এগিয়ে মেয়েরা

এম এ কালাম, ময়মনসিংহ ব্যুরো।

১৫ অক্টোবর ২০২৪, ১৫:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবারের এইচএসসি পরীক্ষায় ৬৩ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলে ২ হাজার ১০৯ জন ও মেয়ে ২ হাজার ৭১৭ জন। পাসের হার এবং জিপিএ-ফাইভ প্রাপ্তিতে এবারো মেয়েরা এগিয়ে। পাসের হার ৬৩ দশমিক ২২ শতাংশ।

গত বছর এই বোর্ডে পাসের হার ছিল শতকরা ৭০ দশমিক ৪৪ শতাংশ। এবার গত বছরের চেয়ে ৭ দশমিক ২২ শতাংশ কম পাস করেছে। আজ (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবু তাহের এক সংবাদ সম্মেলন করে এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, এবার ৯৯টি কেন্দ্রে ২৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭৭ হাজার ৬২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পাস করেছে ৪৯ হাজার ৬৯ জন। এর মধ্যে ছাত্র ২২ হাজার ৯৩৫ জন এবং ছাত্রী ২৬ হাজার ১৩৪ জন। ফেল করেছে ২৮ হাজার ৫৫২ জন শিক্ষার্থী।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে জামালপুর জেলা। এ জেলার পাসের হার ৬৫ দশমিক ৭৪ শতাংশ। এ ছাড়া ময়মনসিংহ জেলায় ৬৩ দশমিক ৪৩, নেতকোনা জেলায় ৬২ দশমিক ৯০ এবং শেরপুর জেলায় পাসের হার ৫৮ দশমিক ০১ শতাংশ। শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৫টি। এ ছাড়া অকৃতকার্য প্রতিষ্ঠান রয়েছে চারটি।

উল্লেখ্য, গত ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়। সাতটি পরীক্ষার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়লে তা স্থগিত করা হয়। পরে বাকি পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হলে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তা বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ। পরে বিষয় ম্যাপিংয়ের ভিত্তিতে ফলাফল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.