খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৫ টি পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেছে সেনাবাহিনীর ০৪ ইস্ট বেঙ্গল দীঘিনালা সেনা জোন। সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় দীঘিনালা সেনানিবাসের অভ্যান্তরে এ সকল অনুদান প্রদান করেন দীঘিনালা সেনা জোন অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক, পিএসসি।
এ সময় তিনি বলেন, ‘দীঘিনালায় সম্প্রতি বন্যায় ঘরবাড়ি, ফসলী জমি ও ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে প্রতি পরিবারকে ৫ হাজার টাকা দরে ৭৫ টি পরিবারকে ৩ লাখ ৭৫ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।’
তিনি আরো বলেন, দীঘিনালা জোনের দ্বায়িত্বপূর্ণ এলাকায় নিরবিচ্ছিন্ন নিরাপত্তার পাশাপাশি স্থানীয়দের আর্থ- সামাজিক উন্নয়নে অতীতের ন্যায় কাজ করে যাচ্ছে। যা ভবিষ্যৎতেও অব্যাহত থাকবে।
নগদ আর্থিক সহযোগীতাকালে অন্যদের মধ্যে দীঘিনালা সেনা জোনের উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান, পিএসসি, এডজুটেন্ট ক্যাপ্টেন আবু রায়হান, লেঃ নোমান মোঃ সাবিত খান, অনাঃ লেঃ আব্দুল মান্নান ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান উপস্থিত ছিলেন।