× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূঞাপুর উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তালা!

ভোগান্তিতে রোগীরা

মোঃ শহিদুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

১৪ অক্টোবর ২০২৪, ১৫:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলের ৫০ শয্যা বিশিষ্ট ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও আব্দুস সোবহান ও আরএমও ডা. এনামুল হক সোহেলের অপসারনের দাবীতে কর্মবিরতি পালন করে কর্মচারীরা। এ সময় তারা হাসপাতালের প্রধান গেটসহ সকল গেটেই তালা ঝুলিয়ে দেয়। ফলে শত শত রোগী চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরে যায়।


সোমবার (১৪ অ‌ক্টোবর) সকা‌লে উপ‌জেলা স্বাস্থ্যকম‌প্লে‌ক্সের ব‌র্হিবিভাগ ছাড়াও অন্যান্য গেটগু‌লো‌তে তালা দেয়া হ‌য়ে‌ছে। অভিযোগ উঠেছে অভ্যন্তরীণ কোন্দলের জন্য হাসপাতা‌লে তালা ঝু‌লি‌য়ে‌ছে কর্মচারীরা।

এদি‌কে হাসপাতা‌লে ব‌র্হি-বিভা‌গের একজন চি‌কিৎসক‌কে ধাওয়া ও হামলার ঘটনায় সকল চি‌কিৎসকরা নিরাপত্তাহীনতার কার‌ণে হাসপাতা‌লে এসেও ফি‌রে গে‌ছেন।

এরআগে উপ‌জেলা স্বাস্থ্য কর্মকর্তার (টিএইচও) বিরু‌দ্ধে দুর্নী‌তির অ‌ভি‌যো‌গে জেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ সং‌শ্লিষ্ট বরাবর অ‌ভি‌যো‌গ দা‌য়ের ক‌রে‌ছে চি‌কিৎসক ও কর্মচারীরা।

হাসপাতা‌লে আসা রোগীরা জানান, সকা‌লে চি‌কিৎসা নি‌তে গি‌য়ে দে‌খি হাসপাতা‌লের গে‌টে তালা ঝুল‌ছে। কেউ নেই ভিত‌রে। কর্মচারীরা হাসপাতা‌লের বাইরে দা‌ড়ি‌য়ে আছে। জরুরী বিভাগে চি‌কিৎসা নি‌বো সেখা‌নেও শতশত মানুষের ভীড়।

হাসপাতা‌লের স্টোর কিপার রানা মিয়া জানান, গতকাল রা‌তে দুইজন ব্যক্তি আমার বিরু‌দ্ধে মিথ্যা অ‌ভি‌যোগের চি‌ঠি নি‌য়ে আসে। এতে ক্ষিপ্ত হ‌য়ে হাসপাতা‌লের কর্মচারীরা কর্মবির‌তি দি‌য়ে‌ছে।

হাসপাতা‌লের প্রধান হিসাব রক্ষক ফ‌রিদুল ইসলাম জানান, টিএইচও আব্দুস সোবাহান এবং আরএমও এনামুল হক‌ সো‌হে‌লের ম‌ধ্যে দ্ব‌ন্দ্বের জে‌রে হাসপাতা‌লে অরাজকতা হ‌চ্ছে। ওই দুই কর্মকর্তার অপসারণ না হওয়া পর্যন্ত কর্মবির‌তি চল‌বে।

উপ‌জেলা স্বাস্থ্য ও পরিবার প‌রিক‌ল্পনা কর্মকর্তা (টিএইচও) আব্দুস সোবাহান ব‌লেন, আরএমওসহ ক‌য়েকজন আমার বিরু‌দ্ধে মিথ্যা অ‌ভি‌যোগ করেছে। হাসপাতা‌লের তালা ঝুলা‌নোর বিষয়‌টি আমার জানা নেই। যারা হাসপাতা‌লে আসেন‌নি তা‌দের বিরু‌দ্ধে ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

জেলা সি‌ভিল সার্জন মিনহাজ উদ্দিন মিয়া জানান, হাসপাতা‌লের দুই কর্মকর্তার সা‌থে দ্ব‌ন্দ্বের জে‌রে এই ঘটনা ঘ‌টে‌ছে। বিষয়‌টি জানার পর নিয়ন্ত্রণের চেষ্টা করা হ‌লেও তারা কেউ কথা শো‌নে‌নি। প‌রে স্বাস্থ্য অধিদপ্ত‌রে ঘটনা‌টি জানা‌নো হ‌য়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.