× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজার

প্রতিমা বিসর্জনে নেমে নিখোঁজ; সাগরে ভেসে উঠল শিক্ষার্থীর লাশ!

হোবাইব সজীব, কক্সবাজার প্রতিনিধি।

১৪ অক্টোবর ২০২৪, ১৪:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত

কক্সবাজার সৈকতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুল শিক্ষার্থীর লাশ ১৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) ভোর ৬টার দিকে সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এসপি মাহফুজুল ইসলাম।

নিখোঁজ শিক্ষার্থী প্রবাল দে প্রান্ত (১৪) কক্সবাজারের ঈদগাঁওর ইসলামাবাদ ইউনিয়নের হরিপুর এলাকার ওমান প্রবাসী পলাশ দেবের ছেলে। সে ঈদগাঁহ আদর্শ শিক্ষা নিকেতননের (কেজি স্কুল) নবম শ্রেণির ছাত্র। রোববার (১৩ অক্টোবর) সাড়ে ৫টার দিকে কক্সবাজার সৈকতের লাবনী পয়েন্টে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ হয় প্রবাল।

কক্সবাজার সি সেইফ লাইফ গার্ডের বরাত দিয়ে কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাপ্পী শর্মা বলেন, প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই কিশোর সাগরের ঢেউয়ে ডুবে গিয়েছিলো। লাইফ গার্ড কর্মীরা একজনকে উদ্ধার করতে পারলেও প্রবাল নিখোঁজ ছিল। তাকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। কিন্তু সোমবার সকালে সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে লাশটি ভেসে এসেছে। 

নিহত প্রবালের প্রতিবেশী চন্ডি আচার্য্য বলেন, প্রবালের বাবা পলাশ দে ওমান প্রবাসী। পলাশ ও কাকলী দে দম্পতির দুই সন্তান। প্রবালের বয়স ১৪ বছর আর দ্বিতীয় সন্তানের বয়স মাত্র ৯ মাস।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আতাউল গনি ওসমানী বলেন, সকালে সৈকতের কবিতা চত্বর এলাকায় মাছ ধরতে যাওয়া জেলেরা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে লাইফ গার্ড ও পুলিশ সদস্যরা গিয়ে সকাল ৬টার দিকে লাশটি উদ্ধার করে। লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.