× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোনারগাঁয়ের সড়ক যেন মৃত্যুফাঁদ

মোঃ আল আমীন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।

১৩ অক্টোবর ২০২৪, ১৩:১৩ পিএম

প্রতীকী ছবি।

সোনারগাঁ উপজেলার সড়ক জুড়েই বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। রয়েছে অসংখ্য খানাখন্দ। বিশেষ করে বৃষ্টির দিনে একেকটা খানাখন্দ ছোট-বড় পুকুরে পরিণত হয়। সবমিলিয়ে বেহাল হয়ে পড়েছে সড়কগুলো। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, দেখা দিচ্ছে দীর্ঘ যানজট।

প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে এই সড়কগুলোতে চলাচলকারী যানবাহন ও পথচারীদের। বিশেষ করে গত কয়েকদিন ধরে এই সড়কগুলোতে একেবারেই যান চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। তবে এ নিয়ে কর্তৃপক্ষের কোনো তৎপরতা নেই।সাদিপুরের চাকুরীজীবি ভুক্তভোগী  আল আমীন জানান,সড়কের এ বেহাল অবস্থায় প্রায় সড়ক গুলোতে যানজট লেগেই থাকে,তাই প্রায় সময় অফিসে যেতে দেরী হয় ও বেশী ভাড়া দিয়ে যেতে হয়।

সরেজমিনে দেখা গেছে, মোগরাপাড়া চৌরাস্তা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ক,বস্তল হাইওয়ে থেকে মদনপুর স্ট্যান্ড পর্যন্ত,সাদিপুর ইউপির নয়াপুর বাজার থেকে কোনাবাড়ী সড়ক,জামপুর ইউপির মিরেরটেক বাজার থেকে সাদিপুর ইউপির চোত্রাবাসা নতুন বাজার পর্যন্ত ইত্যাদি সোনারগাঁ উপজেলার বিভিন্ন সড়কের বিভিন্ন স্থানে পিচ, পাথর ও খোয়া উঠে গেছে। সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভাঙা সড়ক দিয়ে বড় বড় কোম্পানির ভারি যানবাহন চলার ফলে সৃষ্ট গর্তের আকার ও হচ্ছে বিশাল বড়। সে সাথে ধীরগতিতে যানবাহন চালাতে হচ্ছে। কাদামাটির গর্তে প্রায়ই যানবাহনের চাকা আটকা পড়ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সোনারগাঁ উপজেলার সব চেয়ে ব্যস্ততম ও প্রধান সড়ক হিসেবে ব্যবহার হয় এই সড়কগুলো, উপজেলা সড়কে অবস্থিত উপজেলা পরিষদ, সোনারগাঁ থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্য অন্য সরকারি বিভিন্ন অফিস, উপজেলায় যাতায়াতের জন্য অন্যতম মাধ্যম ছিল এই সড়কগুলো। এরপর দীর্ঘ কয়েক যুগেও সড়কগুলোতে সংস্কারের ছোঁয়া লাগেনি এছাড়া বৃষ্টি হলে তো আর রক্ষা নাই বা বলারই অপেক্ষা থাকে না। বড় বড় গর্তগুলো একেকটা পুকুরে পরিণত হয়ে যায়। প্রায় সময়ই এ সড়কে উল্টে যায় যানবাহন। একেকটা বিশাল গর্ত যেন মৃত্যুফাঁদ হিসেবে দেখা দেয়। সেই সঙ্গে দুর্ঘটনায় হরহামেশাই আহত হন এ পথে চলাচলকারী মানুষজন। প্রায় সময় এখানে নষ্ট হয়ে যায় যানবাহন। মাঝ সড়কে বিকল হয়ে যাওয়া যানবাহন যেন ভোগান্তি ও যানজট বৃদ্ধি করে বহুগুণ।সড়ক কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তিনি জানান সংস্কারের জন্য সড়ক গুলো প্রক্রিয়াধীন রয়েছে।শীঘ্রই সংস্কার করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.