× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব, চাঁদপুর

অবৈধভাবে বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

মো: তুহিন ফয়েজ,মতলব (চাঁদপুর) প্রতিনিধি।

১২ অক্টোবর ২০২৪, ১৪:০৪ পিএম

ছবিঃ মো: তুহিন ফয়েজ

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার ষাটনল ইউনিয়নের বাসিন্দারা।  শুক্রবার ষাটনল ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে জানানো হয়, উপজেলার মেঘনা নদীর তীরবর্তী পশ্চিম লালপুর এবং চরচার আনি গ্রামের উত্তর পাশে পাড় ঘেঁষে একটি মহল অবৈধ বাল্কহেড ও ড্রেজার দিয়ে রাতের আধারে বালু উত্তোলন করছে। এতে বেড়িবাঁধসহ ফসলি জমি তীব্র ভাঙনের কবলে পড়েছে।

বালু উত্তোলনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, রুহুল আমিন মিয়াজী, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রাফি, ইউপি সদস্য মোশারফ হোসেন, ইঞ্জিনিয়ার নাঈমুর রহমান শাহীন, সালাউদ্দিন মিয়াজী, ইকবাল হোসেন, আল-আমিন, নাজমুল হাসান হুমায়ুন, কাদের বেপারী, মোহাম্মদ হাসান, রাকিবুল আলম সৈকত, তুষার মিয়া, শিহাব সিকদার, ফরহাদ হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মেঘনা নদীর তীরবর্তী ষাটনল ইউনিয়নের বাসিন্দাদের বাধা উপেক্ষা করে রাতের বেলা অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন হলেও বালু সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ কিছু বলছেন না।

বক্তারা আরও বলেন, অব্যাহত বালু উত্তোলনে ষাটনল ইউনিয়নসহ নদী তীরের ১০ গ্রামের মানুষ নদীভাঙনের আতঙ্কে আছেন। দেশের দ্বিতীয় বৃহত্তর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধ হুমকির মধ্যে রয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অনেকের বসতভিটা ও ফসলি জমি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.