× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চরফ্যাসনে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

মোঃফাহিম, চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি।

১০ অক্টোবর ২০২৪, ১৬:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত

ভোলার চরফ্যাসনে মহাসড়কে মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় হাবিবুল্লাহ (৩০) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল রাতে চরফ্যাশন-দক্ষিণ আইচা মহাসড়কে কাশেমগঞ্জ বাজারের দক্ষিণপাশে বিদ্যুৎ স্টেশন এর সামনের মহাসড়কে এদুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুল্লাহ চরফ্যাসন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মুজাম্মেল হকের ছেলে। তিনি এওয়াজপুর ইউনিয়নের নাসির চেয়ারম্যান বাড়ির দরজার শামসুল উলুম নুরানি ও হাফিজি মাদ্রাসার সহকারী শিক্ষক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হাবিবুল্লাহ পৌরসভার ২নম্বর ওয়ার্ড তার বাড়ি থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে মাদ্রাসায় আসার সময় কাশেমগঞ্জ বাজারের দক্ষিণ পাশে বিদ্যুৎ স্টেশনের সামনে আসলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে অতিক্রম করার সময় উলটো দিক থেকে আরো একটি অটো রিকশা আসলে অসাবধানতাবশত বেপরোয়া গতির মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এসময় মাদ্রাসা শিক্ষক হাবিবুল্লাহ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শশীভূষণ থানার নবাগত অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.