× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শারদীয় দূর্গোৎসব

নাটোরের ৩৪৮টি মন্দিরে পূজা শুরু

আতিকুল হক লিটন, নাটোর প্রতিনিধি।

০৯ অক্টোবর ২০২৪, ১৪:৩৫ পিএম । আপডেটঃ ০৯ অক্টোবর ২০২৪, ১৪:৫১ পিএম

ছবিঃ আতিকুল হক লিটন।

নাটোরের ৩৪৮ টি মন্দিরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসব শুরু হয়েছে। আজ (০৯) অক্টোবর বুধবার ভোরে প্রতিটি মন্দিরে চণ্ডীপাঠ ও ঘটে দেবী দুর্গার ষষ্ঠী পূজার মাধ্যমে পাঁচ দিনব্যাপী শারদ উৎসবের শুরু হয়েছে।

এসময় ঢাকের বাদ্য, কাঁসর আর ঘন্টা ধ্বনি ও ধুপধুনার গন্ধে প্রতিটি মন্দির প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে। সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাসের পর আসনে প্রতিমা স্থাপনের মাধ্যমে শুরু হবে দূর্গা দেবীর আরাধনা। পূজা, আরতী, অঞ্জলী ও ভোগ রাগ এবং আরতির মধ্য দিয়ে প্রতিদিনের পূজার সমাপ্তি ঘটবে। এবারে প্রতিদিনই সকাল ৯ টার মধ্যে সকল পূজা সমাপন হবে। ভক্তরা প্রতিদিন মায়ের চরণে অঞ্জলী দিয়ে দেবী দূর্গার কাছে প্রার্থনা করবেন যাতে জগতের সকল অমঙ্গল দূর হয়ে তার নিজের, পরিবারের ও দেশের সকলের মঙ্গল স্থাপিত হয়। প্রার্থনা করবেন যাতে করে দেশ তথা বিশ্ব থেকে সকল প্রকার রোগ শোক দূর হয়ে শান্তি স্থাপিত হয়।

নাটোরে সকল মন্দিরে পূজার্চনা শান্তিপূর্ণ রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আনসার, পুলিশ, র‍্যাব এবং সেনা সদস্যের সমন্বয়ে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যাতে ভক্ত দর্শনার্থীরা নির্বিঘ্নে দিনরাত পূজা মন্ডপ গুলো ঘুরে ঘুরে দেখতে পারেন।  এবার দেবীর দোলায় আগমন হবে। 



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.