× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তাবাসসুম ঊর্মিকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে মানববন্ধন

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রতিনিধি।

০৮ অক্টোবর ২০২৪, ১৫:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাইদকে ‘সন্ত্রাসী’ বলা সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে লালমনিরহাটে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন করেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয় লালমনিরহাটের সামনে সচেতন ছাত্র সমাজের ব্যানারে মানববন্ধন করে।

মানববন্ধনে উপস্থিত বক্তরা জানান, লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি প্রধান উপদেষ্টা ও বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছেন। ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্বাবিদ্যালয়ের শিক্ষার্থীকে সন্ত্রাসী সন্ত্রাসী আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেন। বক্তারা আরো বলেন,বদলি বা সাময়িক বরখাস্থ কোন শাস্তি নয়। বিগত সরকারের দোষর তাপসী তাবাসসুম ঊর্মিকে চূড়ান্তভাবে চাকুরি থেকে বরখাস্ত করে তাকে গ্রেফতারের দাবি জানান।

এ সময় জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলা সমন্বয়ক ওসমান গনি, পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলাল মানববন্ধনে অংশগ্রহন করে বক্তব্য রাখেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.