রংপুরে শিশুর বিরুদ্ধে সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভাগীয় পর্যায়ে মাল্টিমিডিয়া প্রচার কার্যের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রচারকার্যের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসন।
মহিলা বিষয়ক অধিদপ্তরের রংপুর কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
প্রধান অতিথির বক্তব্যে আজমল হোসেন বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। শাসনের নামে শিশুদের প্রতি সহিংসতা কোনোক্রমেই কাম্য নয়। তাদের কোমল মনে কোনোভাবেই আঘাত দেওয়া যাবে না। শিশুদের শারীরিক ও মানসিকভাবে বেড়ে উঠার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।
বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। বাল্যবিবাহের ফলে মেয়েরা শারীরিক ও মানসিকভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এর প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের উপরও পড়ে। বাল্যবিবাহ প্রতিরোধে এর কুফল সম্পর্কে ব্যাপক প্রচারের কোনো বিকল্প নেই। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, পরিবার হলো শিশুর প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান। পরিবার থেকেই শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রদান করতে হবে। শিশুর প্রতি চাপ প্রয়োগ করে কোনো কিছু আদায় করে নেওয়ার প্রবণতা পরিহার করতে হবে। শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলেও প্রচার কার্যক্রম পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আসাদুজ্জামান, ডিআইজি রংপুর রেঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের রংপুর কার্যালয়ের উপপরিচালক মোছা. সেলোয়ারা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ইউনিসেফের রংপুর কার্যালয়ের স্যোশাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ অফিসার মঞ্জুর আহমেদ শিশুর বিরুদ্ধে সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন।