× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধামরাইয়ে সড়ক অবরোধ করে আকিজ ফুড শ্রমিকদের বিক্ষোভ

আরিফুর রহমান অরি, মানিকগঞ্জ প্রতিনিধি।

০৭ অক্টোবর ২০২৪, ১৪:১৯ পিএম

ছবিঃ আরিফুর রহমান অরি

ধামরাইয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন আকিজ ফুড আ্যান্ড বেভারেজ লিমিটেডের নামের একটি ফুড কারখানার শ্রমিকরা। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের দুই লেনে অবস্থান নেন তারা।এতে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে বিভিন্ন কল- কারখানায় শ্রমিকসহ যাত্রী ও পরিবহন চালকরা।

পরে, কারখানার সামনে গিয়ে তারা ৯ দফা দাবি নিয়ে অবস্থান নেন। এ সময় শ্রমিকরা ‘আমাদের দাবি মানতে হবে’, ‘বেতন বৈষম্য মানি না’সহ বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত ছিলো বিক্ষোভ কারীরা ।

আজ সোমবার (৭ অক্টোবর) সকালে ৬ টার সময় ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের বারোবাড়িয়া বাস স্ট্যান্ডের এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। প্রায় আধাঘণ্টা পর সড়ক ছেড়ে দিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। পরে যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

শ্রমিকরা সংবাদ সারাবেলার প্রতিনিধিকে জানান, দীর্ঘদিন ধরে দৈনিক ভিত্তিতে কাজ করা শ্রমিকরা স্থায়ীকরণের জন্য প্রতিষ্ঠানের কাছে দাবি করে আসছিল। এছাড়া মাসিক ১৫ হাজার টাকা বেতন ও প্রতিদিন ডিউটি করার সুযোগ চেয়েছিল শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ তাদের মৌখিকভাবে আশ্বস্ত করলেও দীর্ঘ দিন ধরে দাবি মানা হচ্ছে না । চলতি মাসের, ৩ মাস আগে বেতন বৃদ্ধির কথা বলা হলেও এখনও শ্রমিকরা বর্ধিত বেতন পায়নি। তাই আজ তারা ৯ দফা দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে তারা।

শ্রমিকদের দাবিগুলো হলো- মাসিক বেতন ১৫ হাজার টাকা করা, বেতনের অর্ধেক ঈদ বোনাস দেয়া, প্রতিদিন সবাইকে ডিউটি দেয়া, কর্ম দক্ষতার ওপর ভিত্তি করে চাকরি স্থায়ীকরণ করা, কোম্পানির লভ্যাংশ দেয়া, নাইট বিল দেয়া, কোম্পানির ভেতরে কোনো শ্রমিক ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার কোম্পানিকে নেয়া, কোম্পানির প্রতিটি বিভাগে নিরাপত্তা ব্যবস্থা করা ও সাপ্তাহিক ছুটি দিতে হবে।

এদিকে শ্রমিক বিক্ষোভের জেরে নিরাপত্তার জন্য কারখানার সামনে হাইওয়ে পুলিশ, এপিবিএন, শিল্প পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যদের অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।

এ সময় শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, শ্রমিকরা বিভিন্ন দাবি জানিয়েছেন। তাদের দাবিগুলো নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হচ্ছে। পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য কারখানার সামনে যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

এ বিষয়ে কারখানার প্রশাসন কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.