× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

মো: ওয়াদুদ হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি।

০৬ অক্টোবর ২০২৪, ১৬:০৮ পিএম । আপডেটঃ ০৬ অক্টোবর ২০২৪, ১৬:০৯ পিএম

প্রতীকী ছবি।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতদের পরিবারে চলতে শোকের মাতম। পীরগঞ্জ থানার ওসি মো. খায়রুল আনাম জানান, আজ রবিবার সকাল ১১টার দিকে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুশারীগাঁও গ্রামের দেলোয়ারের পাঁচ বছর বয়সী কন্যা রাফিয়া ও সুমন ইসলামেরে তিন বছর বয়সী ছেলে সাফা। নিহত এই দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন। 

স্থানীয় জানায়, সকালে দুই চাচাতো ভাই-বোন রাফিয়া ও সাফা খেলা করছিল। খেলা করার এক পর্যায়ে তারা দুইজনই নিখোঁজ হন। পরিবারের লোকজন তাদের খোঁজাখুজি করেও পায়নি। এদিকে বাড়ির পাশের পুকুরে রাফিয়া ও সাফা মরদেহ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা তাদের পরিবারের লোকজনকে খবর দেয়। পরে স্থানীয়রাসহ পরিবারের লোকজন মিলে পুকুর থেকে ঐ দুই শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঐ দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

এ ঘটনায় পীরগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি খায়রুল আনাম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.