"নির্ভূল জন্ম- মৃত্যু নিবন্ধন করবো, শুদ্ধ তথ্যভান্ডার গড়বো" এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পালিত হলো জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। আজ রোববার (৬ অক্টোবর) সকালের দিকে একটি র্যালি অনুষ্ঠিত হয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ এর সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী, মাটিরাঙ্গা উপজেলা মৎস্য অফিসার আরিফুল মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, জম্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন একটি নাগরিকের মৌলিক অধিকার। নানা সীমাবদ্ধতার মধ্য দিয়েই জন্ম ও মৃত্যু নিবন্ধনের মাধ্যমে তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে হবে। যে কোন সরকারি সুযোগ সুবিধা নিতে হলে প্রথমে প্রয়োজন জম্ম নিবন্ধন উল্লেখ করে তিনি বলেন, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে, উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন।